গ্রামীণ টেলিকমের অফিস দখলের অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর মিরপুর-১ এলাকায় গ্রামীণ টেলিকমের অফিস জোরপূর্বক দখলের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালতে মামলাটি করেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে মিরপুরের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন ব্যারিস্টার মাসুদ আখতার, মাসুদ আখতার অ্যান্ড অ্যাসোসিয়েটসের পরামর্শক জে আই এম জুবায়ের, গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. তরিকুল ইসলাম ও মো. গোলাম জাকারিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ ও কৃষ্ণ কান্ত রায়, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, গবেষণা ও উন্নয়ন শাখার সদস্য আব্দুর রশিদ, উপ-মহাব্যবস্থাপক আব্দুল কুদ্দুস ও সহকারী মহাব্যবস্থাপক ফয়জুল হক।
মামলার এজাহারে বলা হয়, সাইফুল মজিদসহ অন্যান্যরা, বিশেষ করে গ্রামীণ প্রধান কার্যালয় মিরপুর-২ এর কর্মকর্তা-কর্মচারীরা চিড়িয়াখানা রোডের মিরপুর-১ নম্বরে গ্রামীণ টেলিকম অফিসে যান এবং কার্যালয়ে রক্ষিত মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেন।
এর আগে গত ১০ নভেম্বর রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবন কর্মীদের ওপর হামলা ও জোরপূর্বক ভবন দখলের অভিযোগে সাইফুল মজিদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়। ঢাকা মহানগর হাকিম পার্থ ভদ্রের আদালতে মামলাটি করেন গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে শাহ আলী থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
Comments