বিপিএল ২০২৫

মালানের ফিফটিতে খুলনাকে উড়িয়ে দিল বরিশাল

Dawid Malan

নাঈম শেখের ফিফটির পর মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল খুলনা টাইগার্স। তবে রান তাড়ায় দাবিদ মালানের জ্বলে উঠার দিনে দারুণ ফিনিশিং করেছেন ফাহিম আশরাফ। প্রত্যাশিত জয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার দিকে এগিয়ে গেল ফরচুন বরিশাল। 

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। আগে ব্যাট করে খুলনার করা ১৮৭ রান ৫ বল আগে পেরিয়ে জিতেছে বরিশাল। এই জয়ে রংপুরের সমান ১৬ পয়েন্ট  হলো তামিম ইকবালের দলের।  তবে রানরেটে কিছুটা পিছিয়ে আছে তারা।  

এদিন ম্যাচ জয়ে বরিশালের নায়ক মালান। ৩৭ বলে ৮ চার, ৩ ছক্কায় ৬৩ রান করেছেন তিনি। শেষ দিকে নেমে মাত্র ৬ বলে ১৮ রান করে খেলা শেষ করে দেন ফাহিম।

বড় রান তাড়ায় নেমে তাওহিদ হৃদয় হন ব্যর্থ। ডানহাতি ব্যাটার ৭ বলে ১১ করে শিকার হন আবু হায়দার রনির। তবে তার বিদায়ের ঝাপ্টা টের পেতে দেননি দাবিদ মালান। ইংলিশ বাঁহাতি ব্যাটার তুলেন ঝড়। তামিম ইকবালকে এক পাশে রেখে দ্বিতীয় উইকেট জুটিতে আনেন ৫৬ বলে ৯১ রান। যার মধ্যে ৬১ রানই করেন তিনি।

তামিম ছিলেন সহায়কের ভূমিকায়। বরিশাল অধিনায়ক ২৫ বল লাগিয়ে ২৭ করে সহজ ক্যাচে নেন বিদায়। মালানও ফিরে যান খানিক পর তবে মুশফিকুর রহিম নেমে থিতু হয়েছিলেন, খেলা শেষ করার দিকেই যাচ্ছিলেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে ২৩ বলে ৩১ রানের জুটিত ভাঙে সরাসরি দ্রুতে মাহমুদউল্লাহর (২৪) বিদায়ে। পরে সহজ ক্যাচে মুশফিকও (২৪) ফিরে গেলে কিছুটা শঙ্কা জেগেছিলো। মোহাম্মদ নবিকে নিয়ে তা উড়িয়ে দেন পাকিস্তানি ফাহিম।

টস হেরে ব্যাট করত নেমে ভালো শুরু পায় খুলনা। নাঈম শেখকে নিয়ে ওপেন করতে নেমে চাহিদা মেটানো ব্যাট করছিলেন মেহেদী হাসান মিরাজ। থিতু হওয়া মিরাজ ১৮ বলে ২৯ করে ইবাদত হোসেনের বলে হোন বোল্ড।

নাঈম থামেন ফিফটি পেরিয়ে। ২৭ বলে ৩ ছক্কা, ৫ চারে বাঁহাতি ব্যাটার করেন ৫১ রান। এক সময় মনে হচ্ছিল দুইশো ছাড়িয়ে যাবে খুলনার পুঁজি।

কিন্তু মাঝের দিকে নেমে হতাশ করেন আফিফ হোসেন। খুব আগ্রাসী হতে পারেননি তিনি। ৩২ করতে খেলেন ২৭ বল। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ঝড় না তুললে আরও অনেক কম রানে আটকে যেত খুলনা। ১২ বলে ২ চার, ৩ ছক্কায় অঙ্কের ২৭ খুলনাকে দেয় চ্যালেঞ্জিং সংগ্রহ। 

Comments

The Daily Star  | English

AL leaders' houses, businesses smashed

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

2h ago