জামিন পেলেন পরীমনি

পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক পেজ থেকে নেওয়া

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিনেত্রী পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

২০২২ সালের জুলাই মাসে নাসির উদ্দিন পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন।

মামলায় গতকাল রোববার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলায় আরেক আসামি জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ জুনায়েদ আজ আদালতে পরীমনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন মঞ্জুর করেন।

আগামী ২০ মার্চ এই মামলার বিচার শুরু হবে।

আমার বিশ্বাস আদালত থেকে ন্যায়বিচার পাব: পরীমনি

মামলায় আদালত থেকে ন্যায়বিচার পাবেন বলে আশা করেন অভিনেত্রী পরীমনি।

আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বরাবর শুরু থেকেই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার আইনের প্রতি বিশ্বাস ছিল, শ্রদ্ধাশীল ছিলাম। এখনো আছি।

পরীমনি বলেন, 'আমার এই বিশ্বাসটা আমি শেষ অব্দি রাখতে চাই। আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাব।'

একই ঘটনায় পরীমনির করা মামলা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলে, আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি (নাসির উদ্দিন) পাল্টা একটা মামলা করেন। যার কারণে আমাকে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

'আমাকে দমানোর জন্যই আড়াই বছর পর আমার বিরুদ্ধে মামলা করা হলো, আর তো কিছু না। এটা বিচারাধীন, আমার বিশ্বাস সঠিক বিচার পাব, ন্যায়বিচার পাব, বলেন পরীমনি।

তিনি বলেন, আমি আশাহত হতে চাই না, শেষ পর্যন্ত সত্যের জয় হোক।

ফেসবুকে স্ট্যাটাস এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জানতে চাওয়া হলে পরীমনি এ বিষয়ে কিছু বলতে চান না বলে জানান।

গত বছরের ১৮ এপ্রিল আদালত পরীমনি ও তার পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন জারি করে এবং ২৫ জুন পরীমনি জামিন পান।

এর আগে গত বছরের ১৮ মার্চ ঢাকা জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

২০২১ সালের ১৪ জুন পরীমনি সাভার থানায় নাসির উদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ বিচারাধীন।

পরে একই দিনের ঘটনায় পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই ঢাকা বোট ক্লাবের সাবেক নির্বাহী এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেন।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

Bangladesh Bank withdraws its dress code for officials amid criticism

Bangladesh Bank retracts dress code following governor's directive

1h ago