নতুন সিনেমায় পরীমনি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। 'গোলাপ' নামের সিনেমাটির জন্য ইতোমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
'গোলাপ' সিনেমায় কাজ করার বিষয়টি পরীমনি নিশ্চিত করেছেন।
সিনেমাটিতে 'রূপা' চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই নায়িকা, যার পরিচালক শামছুল হুদা। 'গোলাপ' মূলত থ্রিলার সিনেমা।
এদিকে পরীমনি অভিনীত 'ফেলুবক্সী' সিনেমা সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে। কলকাতায় এটি তার প্রথম সিনেমা।
সিনেমার বাইরে 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন।
অন্যদিকে 'ডোডোর গল্প' নামের সরকারি অনুদানের একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।
Comments