পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০২২ সালের জুলাই মাসে নাসির উদ্দিন পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন।
আজ রোববার ঢাকার একটি আদালত অভিযোগ গঠনের পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ জুনায়েদ আজ আদালতে পরীমনির অনুপস্থিতির জন্য সময় চেয়ে করা আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীমনির অনুপস্থিতিতেই আদালত এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আরেক অভিযুক্ত জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
Comments