এম এ মান্নানের জামিন

M A Mannan.jpg
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জামিন দিয়েছেন সুনামগঞ্জের এক আদালত।

বার্ধক্য ও শারীরিক অবস্থা বিবেচনা করে ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েদ উদ্দিন।

মান্নানের আইনজীবী আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, 'মান্নান বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত।'

'গতকাল আমরা জামিন আবেদন করেছিলাম এবং আজ আদালত তার স্বাস্থ্যের অবস্থা দেখে জামিন মঞ্জুর করেছেন', যোগ করেন তিনি।

এর আগে, সকালে জামিন শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এ হট্টগোলের ভেতরেই বিচারক এজলাস ছেড়ে চলে যান।

 

Comments