এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু: ট্রাম্প

অভিষেক ভাষণ দিচ্ছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স লাইভ থেকে

'এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু হলো।' এই বাক্য দিয়েই অভিষেক বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার শপথ নেওয়ার পর অভিষেক বক্তৃতায় তিনি আরও বলেন, 'আজ থেকে আমাদের দেশ উন্নতির পথে যাত্রা করবে, বিশ্বব্যাপী আবারও সম্মানিত হবে। বিশ্বের প্রতিটি দেশের ঈর্ষার কারণ হবো আমরা। আর কখনো জাতি হিসেবে আমরা নিজেদের প্রতারণার শিকার হতে দেবো না।'

তিনি বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য হবে এমন একটি দেশ গঠন করা, যারা গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন।'

'আমেরিকা দ্রুত আগের চেয়ে আরও মহান, আরও শক্তিশালী ও আরও অনন্য হয়ে উঠবে।'

দেশের সাম্প্রতিক ইতিহাস নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা আজ এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন সরকারব্যবস্থা নিয়ে বিশ্বাসের সংকট চলছে। দীর্ঘদিন ধরে একটি চরমপন্থী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা ও সম্পদ কেড়ে নিয়েছে।'

'এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনগ্রসরতা থামল,' ঘোষণা দেন ট্রাম্প।

অভিষেক বক্তব্যে সাম্প্রতিক বছরগুলোতে আসা আইনি অভিযোগ ও গত বছর নির্বাচনী প্রচারণায় আততায়ীর হত্যাচেষ্টা নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, 'গত আট বছরে আমাকে যেভাবে পরীক্ষা ও চ্যালেঞ্জ করা হয়েছে, এ দেশের ২৫০ বছরের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্টকে তা করা হয়নি। এ সময়ে আমি অনেক কিছু শিখেছি।'

'যারা আমাদের থামাতে চেয়েছিল, তারা আমার স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল। এমনকি আমার প্রাণও কেড়ে নিতে চেয়েছিল।'

'আমার জীবন একটি বিশেষ কারণে বেঁচে গেছে—আমেরিকাকে আবার মহান করার জন্যই স্রষ্টা আমাকে রক্ষা করেছেন।'

ট্রাম্পের আগে পরিবারের উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্নিনটন, জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামাসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Devotees gather for final prayer at Ijtema ground

The final prayer will be led by Maulana Zubair, the top cleric of Shuray-e-Nezam of Bangladesh.

39m ago