সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফটকের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন নৌবাহিনীর সদস্যরা। ছবি: এমরান হোসেন

সচিবালয়ে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক অফিস আদেশ থেকে এই কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে প্রধান করে গঠন করা এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্য-সচিব হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব বা এর ওপরের পদমর্যাদার একজন প্রতিনিধি।

এছাড়া সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

কমিটিকে অগ্নিকাণ্ডের পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদঘাটনের পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করতে বলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

1h ago