অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র থেকে আগুন, উপদেষ্টা আসিফের সন্দেহ
সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, 'আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।'
বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ছয় ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আসিফ মাহমুদ বলেন, 'স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।'
আগুন লাগার এই ঘটনার পর নীলফামারী সফর সংক্ষিপ্ত করে দ্রুত ঢাকায় ফিরে আসছেন বলেও জানান আসিফ।
Comments