মঙ্গলবার আবারও বিক্ষোভের ডাক সচিবালয় কর্মচারীদের

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ। ছবি: প্রবীর দাশ/স্টার

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি ও কার্যকরের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশের সব সরকারি দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সচিবালয় কর্মচারীরা।

একই দাবিতে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভের পর কর্মচারী নেতারা আগামীকাল সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

একইসঙ্গে সারাদেশের সব সরকারি দপ্তরে কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।

অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের কর্মসূচির মধ্যে সচিবালয় কর্মচারীদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, সেটি হয়নি। 

এরপরই নতুন কর্মসূচি ঘোষণা করে সচিবালয়ে কর্মরত-কর্মচারীদের সবগুলো সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম 'বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম'।

এই অধ্যাদেশকে 'নিবর্তনমূলক ও কালাকানুন' আখ্যায়িত করে এটি প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে কর্মচারীরা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া অনুমোদন হয়। এরপর ৩ দিনের মধ্যে গতকাল রোববার রাতে অধ্যাদেশটি জারি করা হয়।

এর মাধ্যমে ১৯৭৯ সালের সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ কিছুটা শিথিল হয়ে আবারে ফিরে এলো।

১৯৭৯ সালের  অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুই দফায় ৮ দিনের নোটিশে ব্যবস্থা নেওয়া যেত। নতুন অধ্যাদেশ অনুযায়ী ১৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা  নেওয়া যাবে। 

এ অধ্যাদেশের বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গণহারে এই অধ্যাদেশের অধীনে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।'

এদিকে, দীর্ঘদিন ধরে আন্দোলন করতে থাকা প্রশাসন ছাড়া অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা আগামীকাল কলম-বিরতি কর্মসূচি ঘোষণা করেছেন।

'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতার দাবিতে আগামীকাল থেকে আবার কলম-বিরতিতে যাচ্ছেন ক্যাডাররা। 

আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে সিভিল সার্ভিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করবেন। তবে, হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কলম-বিরতির আওতাবহির্ভূত থাকবে। 

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

11h ago