স্মৃতিসৌধ থেকে আ. লীগের ৮ নেতাকর্মী আটক
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের আট নেতাকর্মী। পুলিশ বলছে, নাশকতা করতে এই আট জন জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, বেলা ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা মূলত নাশকতা করতে এসেছিলেন।
তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নেতা দ্য ডেইলি স্টারকে বলেন, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গিয়েছিলেন নেতাকর্মীরা। এটা হয়রানি ছাড়া আর কিছু না।
Comments