আ. লীগ নিষিদ্ধের দাবিতে মোহাম্মদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

এনসিপির বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার বিকেলে মিছিলটি মোহাম্মদপুরের শহীদ পার্ক মসজিদ চত্ত্বর থেকে শুরু হয়ে শিয়া মসজিদ হয়ে আদাবর থানার সামনে গিয়ে শেষ হয়।

দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগে একটি সমাবেশ হয়।

সমাবেশে আকরাম বলেন, 'গণঅভ্যুত্থানের আট মাস হলেও, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়নি, যা খুবই দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা করা হচ্ছে। যা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ গাদ্দারি।'

'একটি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই সন্ত্রাসী সংগঠনের কোনো ধরনের পুনর্বাসন করার চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র-জনতা রুখে দেবে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। এর অন্যথা হলে আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে।' 

কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব বলেন, 'দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করাই ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। ভালো লীগ বা মন্দ লীগ বলে কিছু নেই। তাদের একটাই পরিচয় গণহত্যাকারী লীগ। অবিলম্বে তাদের সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং দল হিসেবে তাদের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি জানাই।'

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুসফিক উস সালেহীন প্রমুখ।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago