‘হেডের যন্ত্রণার’ সঙ্গে স্মিথের সেঞ্চুরিতেও ভুগল ভারত

steven smith and trevis head

অ্যাডিলেড টেস্টে ভারতকে হারাতে দারুণ সেঞ্চুরি করেছিলেন ট্রেভিস হেড। বাঁহাতি ব্যাটার আবার পার হলেন তিন অঙ্ক, এবার থামলেন দেড়শো পেরিয়ে। তাকে আড়াইশো ছুঁইছুঁই জুটিতে সঙ্গ দেওয়া স্টিভেন স্মিথ রান খরা কাটিয়ে পেলেন সেঞ্চুরির দেখা। এই দুজনের ঝলকে চারশো পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যাটারদের এমন দাপটের দিনেও পাঁচ শিকার ধরেছেন জাসপ্রিট বুমরাহ।

ব্রিসবেনের গ্যাবায় ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিনের বেশিরভাগ বেশি গিয়েছিল বৃষ্টিতে, দ্বিতীয় দিনে খেলা হলো ভরপুর। ৭ উইকেটে ৪০৫ রান তুলে দিন শেষ করল অজিরা। স্বাগতিকদের হয়ে আগ্রাসী মেজাজে ১৬০ বলে ১৫২ রানের ইনিংস খেলেছেন হেড। ১৯০ বলে ১০১ রান করেন স্মিথ।

বাকি বোলারদের বিবর্ণতার মাঝে নিজেকে ফের উজ্জ্বল করে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ।

বিনা উইকেটে ২৮ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় অজিরা। দুজনকেই ছাঁটেন বুমরাহ। উসমান খাওয়াজা ক্যাচ দেন কিপারের গ্লাভসে, ম্যাকসুয়েনি স্লিপে। মারনাশ লাবশানেকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টায় ছিলেন স্মিথ। স্মিথ ছন্দ পেলেও লাবুশানে রইলেন ছন্দহীন। আউট হলেন নিতিশ কুমার রেড্ডির বলে।

৭৫ রানে ৩ উইকেট হারানোর পর ২৪১ রানের জুটিতে পুরো পরিস্থিতি বদলে দেয় অস্ট্রেলিয়া। হেড তার খেলার ধরণ অনুযায়ী আনতে থাকেন দ্রুত রান, স্মিথ দেন স্থিরতা। দারুণ মিশ্রণে পুরো নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিক দলের হাতে।

৩৩তম টেস্ট শতক করেই বুমরাহর শিকার হন স্মিথ, হেডকেও নতুন স্পেলে এসে কট বিহাইন্ড বানান ভারতের সেরা পেসার। দিনের শেষ বেলায় প্যাট কামিন্সকে আউট করে নিজের প্রথম উইকেট নিতে পারেন মোহাম্মদ সিরাজ।

টস জিতে ফিল্ডিং বেছে ম্যাচে আপাতত ব্যাকফুটে ভারত। তৃতীয় দিনে তারা কীভাবে খেলে দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

1h ago