বোর্ডার-গাভাস্কার ট্রফি

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে জিতল ভারত

Jasprit Bumrah

ভারতের বিশাল জয় অনুমিতই ছিলো, দেখার ছিলো কতটা সেটা প্রলম্বিত করতে পারে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে নেমে ট্রেভিস হেড ছাড়া ভারতীয় বোলারদের পরীক্ষা করতে পারেননি আর কেউ। জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজদের তোপে তাই স্বাগতিক দলকে গুঁড়িয়ে বিশাল ব্যবধানে জিতেছে ভারত।

সোমবার পার্থ টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির পর ম্যাচ জিতে নেয় ভারত। প্রথম টেস্টে সফরকারীরা জিতেছে ২৯৫  রানের বিশাল ব্যবধানে। ৫৩৪ রানের রেকর্ড পুঁজি তাড়ায় ২৩৮ রানের বেশি করতে পারেনি অজিরা। দলের হয়ে ওয়ানডে মেজাজে সর্বোচ্চ ৮৯ রান করেন হেড। বুমরাহ ও সিরাজ নেন তিনটি করে উইকেট। অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে এটি ভারতের সবচেয়ে বড় রানের জয়। এর আগে ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানের জয় ছিলো সবচেয়ে বড়। 

এই জয়ে বোর্ডার-গাভস্কার ট্রফি ধরে রাখার পথে শুরুতেই এগিয়ে গেল ভারত। 

৫৩৪ রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিন বিকেলেই ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সকালে নেমে আর পাঁচ রান যোগ করেই বিদায় নেন উসমান খাওয়াজা। সিরাজের বলে পুল করতে গিয়ে সহজ ক্যাচে থামেন খাওয়াজা।

এরপর একটু প্রতিরোধ, তাও বড় কিছু নয়। ৬২ রানের জুটির পর আরেকটি ব্যর্থ ইনিংসের ইতি টানেন স্টিভেন স্মিথ। সিরাজের দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া স্মিথ করেন ১৭ রান।

হেড নেমে পাল্টা আক্রমণ চালিয়েছিলেন, খেলছিলেন ওয়ানডে মেজাজে। তবে পাহাড় পেরুনোর চ্যালেঞ্জ নেওয়ার মতন কিছুই ছিলো না তা। মিচেল মার্শের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে হারের ব্যবধানই কমান তিনি। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো হেড ৮৯ করে ফেরেন বুমরাহর বলে। গতি-স্যুইংয়ে কাবু হয়ে দেন কিপারের হাতে ক্যাচ।

৪৭ করা মার্শকে থামিয়ে প্রথম টেস্ট উইকেট নেন নিতিশ রেড্ডি। চা-বিরতির আগে মিচেল স্টার্ককে ফেরানো ওয়াশিংটন সুন্দর বিরতি শেষে তুলে নেন ন্যাথান লায়নকে। আলেক্স কেয়ারিকে বোল্ড করে পরে ইনিংস মুড়ে দেন হারশিত রানা।

পার্থ টেস্টে শুরুতে অথচ দাপট ছিলো অস্ট্রেলিয়ার। টস জিতে ব্যাট করতে নামা ভারতকে ১৫০ রানে গুটিয়ে দিয়েছিলো তারা। তবে নিজেরা ব্যাট করতে গিয়ে পড়ে বুমরাহর ঝাঁজে। বিশ্বের এক নম্বর বোলার ৫ উইকেট নিয়ে অজিদের ইনিংস মুড়ে দেন ১০৪ রানে।

এরপর দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল করেন ১৬১, ১৬ মাস পর সেঞ্চুরি পান বিরাট কোহলি। পাহাড় করে অজিদের ফেরার বাস্তবতা মিইয়ে দেন ভারত। বাকি আনুষ্ঠানিকতা সারেন বোলাররা।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

8h ago