বুমরাহ সর্বকালের সেরা পেসারদের একজন: হেড

jasprit bumrah and travis head

পার্থ টেস্টে জাসপ্রিট বুমরাহর তোপে বিধ্বস্ত হয়ে বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। বুমরাহ এর আগেও অজিদের দিয়েছেন কঠিন সব পরীক্ষা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই ডানহাতি এই ভারতীয় পেসার সমান কার্যকর ও ভীষণ সফল। অজি ব্যাটার ট্রেভিস হেডে তাই মনে করেন বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা কয়েকজন পেসারের একজন।

পার্থে হেরে সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিক দল প্রস্তুতি নিচ্ছে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে। তার আগেই বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করলেন হেড। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে ভারতকে নেতৃত্ব দেন বুমরাহ। ওই টেস্টে ছন্দে থাকা ব্যাটার শুবমান গিলকেও পায়নি ভারত। তবু দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৯৫ রানের জয় এনে দেন তিনি। ম্যাচ ৮ উইকেট নিয়ে হন সেরা।

অ্যাডিলেডে দিবারাত্রীর টেস্টে ফিরেছেন রোহিত, বুমরাহর কাঁধ থেকে নেমেছে নেতৃত্বের ভার। এবার আরও নির্ভার হয়ে নিজের বোলিংয়ে মন দিতে পারবেন তিনি। দুই দিকে স্যুয়িং করানোর দক্ষতা, নিখুঁত লেন্থের কারণে এমনিতেই বুমরাহকে খেলা কঠিন। গোলাপি বলে তিনি আরও বিপদজনক হতে পারেন। গণমাধ্যমের সঙ্গে আলাপে হেড বুমরাহকে অনেক উচ্চতায় তুলে ধরেন, 'জাসপ্রিট (বুমরাহ) এই খেলাটার সব সময়ের সেরাদের একজন।'

'আমরা এখন টের পাচ্ছি কতটা চ্যালেঞ্জিং হতে পারে সে। তার বিপক্ষে খেলাটা দারুণ। নিজের ক্যারিয়ারে এমন পালক যোগ হওয়া খুব ভালো। নাতিপুতিদের কাছে গল্প করা যাবে যে আমি তাকে মোকাবেলা করেছি।'

পার্থে দ্বিতীয় ইনিংসে ৮৯ রান করেন হেড। তাতে হারের ব্যবধানই শুধু কমেছিল অজিদের। অ্যাডিলেডে হেড খেলবেন নিজের ঘরের মাঠে। এই ছন্দ ধরে রাখতে চান তিনি, 'এটা নতুন আরেকটা সপ্তাহ। নতুন করে প্রস্তুত হয়ে সতেজ হয়ে নামতে হবে। আশা করি একই পারফরম্যান্স দিতে পারব।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

31m ago