ইমরান খানের মুক্তি দাবি: বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদের প্রবেশপথ বন্ধ

ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

বিক্ষোভ ঠেকাতে আজ রোববার রাজধানী ইসলামাবাদজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

নগরীর প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বর্তমান সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে গত ১৩ নভেম্বর কারাগার থেকেই দেশব্যাপী বিক্ষোভের 'চূড়ান্ত ডাক' দেন ইমরান খান। তার সেই বিক্ষোভ হওয়ার কথা ছিল আজ।

ইসলামাবাদের সড়কগুলোতে কড়া নজরদারি করা হচ্ছে। ছবি: ডন

কিন্তু গত বৃহস্পতিবার পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভকে বেআইনি বলে রায় দেয় ইসলামাবাদ হাইকোর্ট। 

গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা দেন, যে সকল এলাকায় 'নিরাপত্তা উদ্বেগ' থাকবে, সেখানে ওয়াইফাই ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হবে।

ডন জানায়, বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদের প্রবেশমুখ এবং সকল প্রধান সড়ক বন্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সারা শহরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ-এর সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

তবে পিটিআই তাদের কর্মসূচি প্রত্যাহার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্ট অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুরের নেতৃত্বে একটি গাড়িবহর পেশোয়ার থেকে রওনা দিয়েছে। পিটিআই সমর্থকদের ইসলামাবাদের প্রবেশমুখে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন গন্দাপুর।  

এছাড়া, পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খান ও তার সমর্থকরা হরিপুর থেকে রওনা দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও কিছু বেশ কিছু গাড়িবহর ইসলামাবাদ অভিমুখে রওনা হয়েছে বলে জানিয়েছে পিটিআই। 

 

Comments

The Daily Star  | English

7-member committee formed to probe Secretariat fire

The committee will submit its report within 7 working days, detailing findings, recommendations to prevent such incidents in future

36m ago