ক্যারিবিয়ানদের বড় পুঁজির পর বাংলাদেশের বাজে শুরু

ছবি: ফিরোজ আহমেদ

জাস্টিন গ্রিভসের অপরাজিত সেঞ্চুরিতে বড় পুঁজি গড়ে ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হলো বাজে। ৭ বলের মধ্যে সাজঘরের পথ ধরলেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।

শনিবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারীরা পিছিয়ে আছে ৪৪০ রানে। টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যরিবিয়ানরা ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর বাংলাদেশ ২ উইকেটে তুলেছে ৪০ রান। অভিজ্ঞ মুমিনুল হক ২৩ বল ৭ রানে খেলছেন। আট মাস পর এই সংস্করণের জার্সি গায়ে তোলা শাহাদাত হোসেন দিপু অপরাজিত আছেন ৩১ বলে ১০ রানে।

শক্ত ভিত গড়তে ব্যর্থ হয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি থামে দ্রুত, মাত্র ২০ রানে। জেডেন সিলসের করা দশম ওভারের শেষ বলটি স্টাম্পে টেনে বোল্ড হন বাঁহাতি জাকির। তিনটি চারের সাহায্যে ৩৪ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে।

আলজারি জোসেফের করা পরের ওভারে বিদায় নেন ডানহাতি জয়। খোঁচা মেরে স্লিপে আলিক আথানেজের হাতে ক্যাচ দেন তিনি। ৩৩ বলে তার সংগ্রহ ৫ রান। ওই রানেই একবার জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। আলজারিরই করা অষ্টম ওভারে গালিতে সহজ ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন জয়। বল হাতের মুঠোয় জমাতে পারেননি মিকাইল লুই।

২১ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার লড়াইয়ে আছেন মুমিনুল ও শাহাদাত। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়া পর্যন্ত তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৫৪ বলে ১৯ রান। ফলোঅন এড়াতে হলেও বাংলাদেশকে আরও ২১১ রান করতে হবে।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪৪.১ ওভারে ৪৫০/৯ (ইনিংস ঘোষণা)

বাংলাদেশ প্রথম ইনিংস: ২০ ওভারে ৪০/২ (জয় ৫, জাকির ১৫, মুমিনুল ৭*, শাহাদাত ১০*; রোচ ০/৬, সিলস ১/১৫, আলজারি ১/২, শামার জোসেফ ০/৮, হজ  ০/৩, আথানেজ ০/৪)।

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

1h ago