জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

আফসানা করিম | ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

ওই শিক্ষার্থীর নাম আফসানা করিম। তার বাড়ি শেরপুর জেলায়। আফসানার বাবার নাম মো. রেজাউল করিম।

আফসানা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বেগম খালেদা জিয়া হলে থাকতেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।

একজন প্রত্যক্ষদর্শী ডেইলি স্টারকে জানিয়েছেন, আফসানা নতুন কলা ভবন সংলগ্ন রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, সেই সময় দ্রুতগামী ব্যাটারিচালিত একটি রিকশা ধাক্কা দিলে আফসানা মাটিতে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান।

প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছিল। সেখানে থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. শামসুর রহমান বলেন, 'আফসানাকে আশঙ্কাজনক অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।'

আফসানার মৃত্যুর পর রাত পৌনে ৯টার দিকে এই ঘটনার বিচার দাবিতে  বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

দুর্ঘটনার পর আবারও ক্যাম্পাসে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবি উঠেছে।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

5m ago