জাবি

কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন বিভাগীয় সভাপতি

নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। ছবি: সংগৃহীত

নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় তিনি চেয়ারে বসে আছেন। 

তার পেছনের দেয়ালের উপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কিন্তু নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

এ বিষয়ে জানতে রাতে অধ্যাপক শামীমা সুলতানাকে ফোন করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটোয়া বাহিনী শিক্ষার্থীদের ওপর
নির্মম নির্যাতন চালিয়েছে। হত্যা করা হয়েছে অবুঝ শিশু থেকে বয়স্কদের। নারী শিক্ষক-শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছেন। এরপরও বারবার তারা মিথ্যাচার করে যাচ্ছেন।'

তিনি আরও বলেন, 'তার (প্রধানমন্ত্রীর) জন্য এই মূহূর্তে ঘরে পর্যন্ত কেউ নিরাপদ নয়। যার জন্য মুক্তিযোদ্ধাদের অবদান হুমকির মুখে পড়ে যায়, তার ছবি আমার কার্যালয়ে কীভাবে রাখি? শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত, তার ছবি আমার দেয়ালে রাখতে চাই না। তাই তার ছবি দেয়াল থেকে সরিয়ে ফেলেছি।'

 

Comments

The Daily Star  | English

Babar, 5 others acquitted in 10-truck arms haul case

On January 30, 2014, a Chattogram court handed down death penalty to 14 people in the 10 truckloads of firearms case

1h ago