ট্রাম্পের নতুন পরিবহনমন্ত্রী ফক্স নিউজের সঞ্চালক শন ডাফি

ট্রাম্প ও ডাফি। ফাইল ছবি: এএফপি
ট্রাম্প ও ডাফি। ফাইল ছবি: এএফপি

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের পরিবহনমন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

সিনেটে নিয়োগ অনুমোদন পেলে তিনি উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহন সংক্রান্ত নীতিমালার দায়িত্বে থাকবেন।

বাইডেন প্রশাসনের বরাদ্দ দেওয়া ১১০ বিলিয়ন ডলারের বাজেট থাকবে ডাফির হাতে। ২০২১ সালে বিগত প্রশাসন নতুন করে পরিবহন অবকাঠামো আইন সংস্কার করে এবং বিদ্যুৎচালিত গাড়ি চার্জ করার স্টেশন নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থের বরাদ্দ দেয়।

শনিবার শন ডাফি সামাজিক মাধ্যমে লেখেন, 'আপনাদেরকে আমি পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী।'

ট্রাম্প ইতোমধ্যে পরিবহন খাতে বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতিমালা পরিবর্তনের অঙ্গীকার করেছেন। এই কাজের কেন্দ্রে থাকবেন ডাফি। 

ডাফির সামনে সবচেয়ে বড় সমস্যার মধ্যে আছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চহার, যা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে।

পরিবহনমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর শন ডাফির বিষয়ে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।'

ট্রাম্প তার বক্তব্যে আরও উল্লেখ করেন, কংগ্রেসে ডাফি 'আর্থিক বিষয়ে দায়িত্বশীলতা' নিয়ে প্রচারণা করেছেন, যা প্রশংসনীয়।

ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের দায়ভার নেবেন ডাফি।

ট্রাম্প জানান, উইসকনসিনে কংগ্রেসের ডেমোক্র্যাটিক সতীর্থদের সঙ্গে বড় কিছু সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে ডাফির।

Comments

The Daily Star  | English

Political party consensus will determine speed of reforms, election

Chief Adviser Prof Muhammad Yunus has said that it is the political parties that will decide on the nature and extent of reforms, which in turn will determine how soon the election can be held.

2h ago