আইপিএলে দল পাওয়া নিয়ে ‘বেশি আশা করে কষ্ট’ পেতে চান না রিশাদ

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি: ফিরোজ আহমেদ

এবার আইপিএলের নিলামের তালিকায় নাম আছে ১২ জন বাংলাদেশের ক্রিকেটারের। তারমধ্যে অন্যতম লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দল পেয়েছিলেন তিনি, তাই মনের কোণে খানিকটা আশা আছে দল পাবেন আইপিএলেও। তবে সেই আশা বেশি বাড়তে দিতে চান না আবার। বেশি আশায় কষ্টটাও যে বেশি।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। বাংলাদেশিদের মধ্যে দল পাওয়ার সম্ভাবনায় ব্যাটারদের চেয়ে বোলার ও অলরাউন্ডারদের এগিয়ে রাখা হচ্ছে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের পাশাপাশি নজরে থাকবেন রিশাদ।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ঝলক দেখান তিনি। নজর কাড়েন বিশ্ববাসীর। তবে সর্বশেষ ভারত সফরে আবার ভালো করতে পারেননি। লেগ স্পিনের সঙ্গে নিচের দিকে ঝড়ো ব্যাট করতে পারার সামর্থ্য, সেইসঙ্গে দারুণ ফিল্ডিং মিলিয়ে রিশাদ ভালো প্যাকেজ। তবে আইপিএলের মতন বড় মঞ্চের জন্য সেটা নজরকাড়া কিনা তা নিয়ে সংশয় থাকে।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিশাদ জানান বেশি আশা করে কষ্ট পেতে চান না তিনি,  'ইচ্ছা তো সবার থাকে (আইপিএল খেলার)। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না।'

'আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে (দল পাবেন)। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।'

আইপিএলে নিজের পছন্দের দলের কথাও জানান রিশাদ,  'এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে। তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেভারিট কলকাতা। সাকিব ভাই সে দলে অনেক দিন খেলেছেন, তাই।'

রিশাদের আপাতত লক্ষ্য রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে ভালো খেলা। গায়ানার আসরে নিজেকে মেলে ধরে ফ্র্যঞ্চাইজি জগতে সম্ভাবনা আরও বিকশিত করতে চান তিনি। সেই জন্য নিজের বোলিংয়ের স্কিল নিয়েও কাজ করছেন,  'আগে থেকে কোন লক্ষ্য ভেবে রাখছি না। শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাই। সহজ পরিকল্পনা নিয়েই যাব। যেহেতু আমাদের প্রতিপক্ষ চারটি দল চার রকম। চেষ্টা করব নিজের ভালোটা দেওয়ার।  বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেন্থ। আশা করছি সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

26m ago