পিএসএল

তৃতীয়বারে ভাগ্য ফেরানোর আশায় রিশাদ

সবশেষ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনায় আসেন বাংলাদেশের লেগ-স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। সাত ম্যাচে শিকার করেন ১৪ উইকেট। এই সাফল্যের পরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়।

বিশ্বকাপ শেষ হওয়ার পরই রিশাদকে দলে নেয় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে টরন্টো ন্যাশনালস এবং বিগ ব্যাশ লিগ ২০২৪–২৫ এর জন্য হোবার্ট হারিকেনস। কাকতালীয়ভাবে, দুটি দলই নিজেদের আসরে চ্যাম্পিয়ন হয়। কিন্তু ভিন্ন ভিন্ন কারণে কোনো দলের হয়েই খেলার সুযোগ পাননি রিশাদ।

তবে এবারে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ২২ বছর বয়সী রিশাদ। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে অংশ নিতে এপ্রিল ১১ তারিখ শুরু হতে যাওয়া আসরের আগে তিনি পাকিস্তানে রওনা হচ্ছেন কয়েক দিনের মধ্যেই। এবার তিনি প্রতিনিধিত্ব করবেন দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের, যাদের স্কোয়াডে আছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস এবং ফখর জামানের মতো তারকারা।

পিএসএলের সময় বাংলাদেশের কোনো হোয়াইট-বল সিরিজ না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পূর্ণ মৌসুমের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন রিশাদ। তারকাবহুল এই দলে এখন তার লক্ষ্য হলো তার সামর্থ্য দেখানো।

ডেইলিস্টারের সঙ্গে আলাপকালে রিশাদ বলেন, 'আমি এপ্রিল ৬ বা ৭ তারিখে পিএসএলের উদ্দেশে রওনা হবো। ফ্লাইটের সময় এখনো নিশ্চিত হয়নি। যেকোনো দলে সুযোগ পাওয়া মানেই বড় আনন্দ। আমি সত্যিই ভালো লাগা অনুভব করছি… আমরা খুব শক্তিশালী একটি দল। সাধারণত এমন দলে সুযোগ পাওয়া কঠিন। যত তাড়াতাড়ি সম্ভব দলের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করব।'

লাহোরের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, যিনি আগে বাংলাদেশ দলের কোচ ছিলেন, তার সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন বলে জানান রিশাদ, 'হ্যাঁ, আমাদের কথা হয়েছে। সাধারণত যেকোনো টুর্নামেন্টের আগে কোচ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। এটিও ঠিক তেমনই।'

পিএসএলে রিশাদ তার দুই জাতীয় সতীর্থ লিটন দাস (করাচি কিংস) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি)-এর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন বলে জানান এই স্পিনার, 'এটা সত্যিই রোমাঞ্চকর ব্যাপার। তারা আমার জাতীয় সতীর্থ, কিন্তু পিএসএলে আমরা ভিন্ন দলে খেলব। তাদের বিপক্ষে লড়াইটা উপভোগ করব আশা করি।'

তবে মে মাসে পাকিস্তানে বাংলাদেশের সম্ভাব্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনই কিছু ভাবছেন না রিশাদ। আপাতত তার পুরো মনোযোগ পিএসএলেই, 'আসলে, এখন এসব নিয়ে কিছু ভাবছি না। জাতীয় দলের সিরিজ এখনো অনেক দূরে। আপাতত শুধু পিএসএলে ভালো পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি।'

আত্মবিশ্বাসে ভরপুর রিশাদ এবার পিএসএলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দুইবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েও বাদ পড়ার পর, তিনি আশা করছেন এবার ভাগ্য হবে তার পক্ষে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago