পিসিবি আজই নিরাপদ স্থানে পাঠাবে রিশাদ-রানাদের!

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে এরমধ্যেই আরব আমিরাতে স্থানান্তরিত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে এখনও সেই পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন সহ অনেক বিদেশি ক্রিকেটার। তাদের আজ বিকেলের মধ্যেই পাকিস্তান থেকে অন্য কোনো নিরাপদ স্থানে পাঠানোর চেষ্টা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুই দেশের চলমান এই উত্তেজনায় রিশাদ ও রানার নিরাপত্তা নিশ্চিত করতে পিসিবির সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের এক বিবৃতি দিয়েই বিষয়টি জানিয়েছে সংস্থাটি। পিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

'গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের মধ্যেও অত্যন্ত উদ্বিগতার সৃষ্টি করেছে। আমাদের দুজন ক্রিকেটার পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সেখান থেকে যখন প্রথম খবর পেয়েছি, আমাদের বোর্ড থেকে ক্রিকেট অপারেশন্সের (ইনচার্জ) শাহরিয়ার নাফীস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি ব্যক্তিগত উদ্যোগে পিএসএল চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেছি, পিসিবি চেয়ারম্যানকেও বার্তা পাঠিয়েছি। প্রতিনিয়ত আমরা যোগাযোগের মধ্যে ছিলাম,' বলেন বিসিবি প্রেসিডেন্ট।

বর্তমানে রিশাদ-রানাসহ সকল বিদেশিরা এক জায়গায় আছেন জানিয়ে বলেন, 'এখন সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছে। শুধু আমাদের ক্রিকেটারই নয়, অনেক বিদেশি ক্রিকেটার আছে। উদ্ভূত পরিস্থিতিতে একটা সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে কীভাবে ভালো একটা সমাধান করা যায়। গতকাল একটা বৈঠক হয়েছে। তারা চেষ্টা করবে, আজকে কোনো একটা সময়ে যেন সব ক্রিকেটারকে পাকিস্তান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। একইসঙ্গে বোর্ড থেকে বাংলাদেশ হাই কমিশনের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।'

আজ বিকেলের মধ্যেই রিশাদ-রানাসহ সকল বিদেশিদের পাকিস্তান থেকে নিরাপদ কোনো স্থানে পাঠানো হতে পারে জানিয়ে ফারুক বলেন, 'গত তিন দিন সারাক্ষণই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। খুব শিগগিরই একটা সিদ্ধান্ত হয়তো আসবে। আজকে বিকেলের মধ্যে তারা হয়তো ক্রিকেটারদের অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে। নিরাপদভাবে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টাই করবে তারা। এটা আমি জানতে পেরেছি।'

একই সঙ্গে পিএসএল কভার করতে যাওয়া দুই ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন বিসিবি। ফারুকের ভাষায়, 'ওখানে আমাদের দুজন ক্রীড়া সাংবাদিকও আছেন। তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তাদের দুজনকেও যেন একসঙ্গে নিয়ে যাওয়া হয়, ক্রিকেট বোর্ড থেকে সেটিও বলে দিয়েছি। কারণ তারা পেশাগত দায়িত্ব পালনে গেছেন। তাই ক্রিকেট বোর্ড মনে করে, এখানে আমাদেরও দায়িত্ব আছে। তাই চেষ্টা করছি, তাদেরও যেন নিরাপত্তা নিশ্চিত করে ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে নিরাপদ জায়গায় যেতে পারে।'

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

1h ago