কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের একটি পাবলিক টয়লেট থেকে সেখানে বেড়াতে যাওয়া নূর হোসেন (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

মৃত নূর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নূর হোসেন শুক্রবার সকালে খুলনা থেকে কুয়াকাটায় বেড়াতে যান এবং সকাল ১১টার দিকে তিনি কুয়াকাটার হোটেল ব্যবসায়ী ও তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে দোকানে বসে ছিলেন। সেখান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নূর হোসেন উঠে যান। স্বজনরা রাতে খুলনা থেকে কুয়াকাটায় এসে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশকে জানায়।

আজ বিকেলে কুয়াকাটায় বেড়াতে যাওয়া অপর একজন ওই টয়লেটের সামনে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ টয়লেটের দরজা ভেঙে ভেতর থেকে নূর হোসেনের মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, 'কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments