ট্রাম্পের জয়ের পর ডলার-বিটকয়েনের দাম বেড়েছে, ইউরোর দরপতন

যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, ডলার, বিটকয়েন, ইউরো,
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বুধবার ডলারের দাম চার মাসের সর্বোচ্চে হয়েছে। একই সঙ্গে বিটকেয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসন সীমাবদ্ধ করা, নতুন শুল্ক আরোপ, কম কর সংক্রান্ত ট্রাম্পের নীতিগুলো প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি বাড়াতে পারে। এছাড়া ফেডারেল রিজার্ভের হার কমে আসতে পারে।

ট্রেডিং প্ল্যাটফর্ম ট্র্যাডুর সিনিয়র মার্কেট স্পেশালিস্ট নিকোস জাবুরাস বলেন, 'এটি মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে এবং ফেডকে ধীর গতির পথে ঠেলে দিতে পারে। এ কারণে ডলার শক্তিশালী হবে।'

তবে ইউরো অঞ্চল, মেক্সিকো, চীন ও কানাডা সম্ভাব্য নতুন শুল্কের ঝুঁকিতে পড়েছে। ফলে এসব অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সুদের হারের পার্থক্য আরও বাড়াবে এবং তাদের মুদ্রার দাম কমবে।

জার্মানির রাজনৈতিক অনিশ্চয়তার কারণেও ইউরোর দাম কমতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বুধবার অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বরখাস্ত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ডলার সূচক এক দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ০৯ থেকে বেড়ে ১০৫ দশমিক ৪৪ হয়েছে, যা গত ৩ জুলাইয়ের পর সর্বোচ্চ। ইউরোর দাম এক দশমিক ৭৮ শতাংশ কমে এক দশমিক ০৬৮৩ ডলারে নেমেছে, যা ২৭ জুনের পর সর্বনিম্ন।

জাপানে ডলারের দাম এক দশমিক ৯২ শতাংশ বেড়ে ১৫৪ দশমিক ৭ ইয়েনে দাঁড়িয়েছে, যা ৩০ জুলাইয়ের পর সর্বোচ্চ।

এদিকে ক্রিপ্টো মুদ্রার বিষয়ে অনুকূল মতামত দিয়েছেন ট্রাম্প। ফলে বিটকয়েনের দাম ১০ শতাংশের বেশি বেড়ে ৭৬ হাজার ১৩৪ ডলারে উঠেছে।

এদিকে আজ বৃহস্পতিবার দুই দিনের বৈঠকের শেষে ফেড ২৫ বেসিস পয়েন্ট কমবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago