শেষ প্রচারণায় তরুণদের ভোট চাইলেন কমলা, ট্রাম্প বললেন ‘কমলা উগ্রবাদী’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাহেন্দ্রক্ষণ আজ উপস্থিত। দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প ভিন্ন মেজাজে তাদের প্রচারণা শেষ করেছেন।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে।
কমলার সমালোচনায় মেতেছেন ট্রাম্প। অপরদিকে তরুণ-তরুণীদের ভোট চেয়েছেন কমলা।
যা বললেন ট্রাম্প
নির্বাচনী প্রচারণার শেষ বক্তব্যে কমলা হ্যারিসকে ছাড় দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলাকে 'উগ্রবাদী, বামপন্থী পাগল' বলে অভিহিত করেন।
আত্মবিশ্বাসী ট্রাম্প সমর্থকদের আশ্বাস দেন, তিনিই আজকের ভোটে জয়ী হবেন। তিনি বলেন, 'মার্কিন রাজনীতিতে এটাই হবে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়।'
তরুণ-তরুণীদের প্রতি কমলার আহ্বান
অপরদিকে, কমলা হ্যারিস তার শেষ বক্তবে ট্রাম্পের কথা উল্লেখই করেননি।
তিনি নিজের বেশ কয়েক সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে বলেন, তার প্রচারণা 'জাত-ধর্ম-বর্ণ-অবস্থান নির্বিশেষে সমগ্র জাতিকে একাত্ম করেছে।'
'আমরা কারো বিরুদ্ধে লড়ছি না। আমাদের লড়াই কিছু একটা অর্জনের জন্য। যা আমরা শুরু করেছিলাম, তা আজ রাতে শেষ করছি। আমাদের সঙ্গে থাকছে প্রাণচাঞ্চল্য, ইতিবাচক মানসিকতা ও উল্লাস।'
ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেওয়ার জন্য তরুণ-তরুণী ও নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান কমলা হ্যারিস।
'আমি সুনির্দিষ্ট করে বলছি, আমি তোমাদের মধ্যে যে শক্তিমত্তা রয়েছে তা দেখতে পাই এবং আমি তোমাদেরকে নিয়ে খুবই গর্বিত', যোগ করেন কমলা।
বিশ্লেষকদের মতে, তরুণ-তরুণী ও প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের ভোট কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প, উভয়ের জন্যই জরুরি।
দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এই তরুণদের ভোটেই ট্রাম্প-কমলার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মীমাংসা হতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
Comments