শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনেও কন্টেইনার পরিবহন বন্ধ

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর। ছবি: ফাইল ফটো

কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইমওভার শ্রমিকদের ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনা-নেওয়া বন্ধ আছে।

ধর্মঘটের কারণে বেসরকারি ডিপো থেকে বুকিং অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছতে না পারায় কলম্বোগামী কন্টেইনার জাহাজ এইচ আর আরাই আজ ছাড়া হয়নি।

বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার দ্য ডেইলি স্টারকে জানান, ধর্মঘটের কারণে গতকাল সোমবার ভোর ৬টা থেকে কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া সম্ভব হয়নি। একইভাবে আমদানি পণ্যবাহী কন্টেইনারও বন্দর থেকে ডিপোতে আনা যায়নি।

কন্টেইনার ছাড়া অন্য পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে আসা-যাওয়া করছে। বন্দরের ভেতরে জেটিতে থাকা জাহাজে কন্টেইনার ওঠানামা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সচিব মো. ওমর ফারুক।

চট্টগ্রাম জেলা প্রাইম মোভার ট্রেইলার কংক্রিট মিক্সার, ফ্লাটবেড, ডাম্প ট্রাক ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা কর্মঘণ্টা নির্ধারণ ও নূন্যতম মজুরিসহ বেশ কয়েকটি দাবি নিয়ে ৪৮ ঘণ্টার ধর্মঘট করছেন।

তাদের অন্যান্য দাবির মধ্যে আছে নিয়োগপত্র ও আইডি কার্ড ইস্যু করা।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

18m ago