আরও ৪ কমিশন গঠন করছে সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর বৈঠক। ছবি: সংগৃহীত

আরও চার খাত সংস্কারের জন্য কমিশন গঠন করছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার উপদেষ্টামণ্ডলীর সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তিনি বলেন, 'সরকার আরও ৪টি নতুন কমিশন গঠনের কাজ শুরু করেছে। এই কাজ প্রায় চূড়ান্ত। এগুলো হলো-স্বাস্থ্য বিষয়ক, গণমাধ্যম বিষয়ক, শ্রমিক অধিকার সংক্রান্ত এবং নারী বিষয়ক।'

তিনি আরও বলেন, 'স্বাস্থ্য কমিশনের প্রধান হবেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, গণমাধ্যম কমিশনে কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনের প্রধান হবে সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান হবেন শিরিণ পারভিন হক।'

'আগামী ৭-১০ দিনের মধ্যে কমিশন চারটি পূর্নাঙ্গ করা হবে,' যোগ করেন তিনি।

এর আগে, অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাত সংস্কারে ছয়টি কমিশন গঠন করে। এগুলো হলো-সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন।  

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

11h ago