মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত
যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত হয়েছেন।
তারা হলেন মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নূর মিয়া (৬৫)। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।
হ্যামট্রামেক পুলিশ প্রধান জামিল আল তাহেরি জানিয়েছেন, সুজনের গাড়িটি বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে ছিল। সন্দেহজনক মনে হওয়ায় আরেকটি সাদা রঙের গাড়ির যাত্রীদের টহল পুলিশ ধাওয়া করে। তারা পালানোর সময় সুজনের গাড়িতে ধাক্কা দেয়। এতে সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় গাড়িতেই সুজনের মৃত্যু হয়। নূর মিয়াকে ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে (বাদ জোহর) ডেট্রয়েট সিটির মসজিদুন নূরে দুজনের জানাজা শেষে একই শহরের মাউন্ড ইকরলেন লিয়েটের সিমেট্রিতে বাবা-ছেলের দাফন সম্পন্ন হয়।
জানাজায় তিন হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় চার বছর আগে বিয়ে করে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।
দুর্ঘটনার পেছনে হ্যামট্রামেক সিটি পুলিশের কোনো গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লেখক: প্রবাসী বাংলাদেশি সাংবাদিক
Comments