গাজীপুরে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত, বাসে আগুন
গাজীপুরের তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার দিবাগত রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরবর্তীতে রাত ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
গাছা থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তি অনন্ত পোশাক কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসচাপায় ওই নিরপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ জানায়, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পরে তারা সড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
Comments