গণহত্যার বিচার শুরু হলে অনেক দ্বিধা-প্রশ্ন দূর হয়ে যাবে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রচুর আলামত পাওয়া গেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 'আমরা যখন জুলাই-আগস্ট মাসে পৈশাচিক গণহত্যার বিচার অচিরেই শুরু করব, তখন দেখবেন, আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।'

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আসিফ নজরুল বলেন, 'আনন্দময় পরিবেশ বিরাজ করছে, এটা দেখে আমারও আনন্দ লাগছে। আমি শুনেছি, সিরাজগঞ্জে আজকে যে আলোকসজ্জা হবে, সেটা নাকি বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আরও বেশি সুন্দর ও উজ্জ্বল হবে।'

তিনি বলেন, 'আমরা এই দেশে কেউ ধর্মলঘু না, ধর্মগুরু না। কেউ আমরা সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠ না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই সমান মর্যাদা, সমান অধিকার ভোগ করে থাকব। সবাই সব ধর্মের প্রতি সম্মান-ভালোবাসা নিয়ে থাকব। সবাই শান্তিতে এবং সুখে থাকব।'

অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধ পরিকর জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 'সপ্তাহ খানেকের মধ্যে আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) গঠিত হয়ে যাবে। এর কাজ কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের প্রসিকিউটর টিম গঠিত হয়েছে এক মাস হয়ে গেছে। আমাদের ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে। প্রচুর আলামত আমরা পেয়েছি, আমি উনাদের থেকে যেটা শুনেছি।'

'আমরা যখন জুলাই-আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার অচিরেই শুরু করব, তখন দেখবেন, আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Attack on Bangladesh mission in Agartala

India must protect Bangladesh's diplomatic missions

Hostile rhetoric, mobilisations by Hindutva groups fuelling unrest

18h ago