আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিতে ড. মুহাম্মদ আসাদুজ্জামানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামানের জন্ম টাইঙ্গাইলে। তিনি শিক্ষকতা গবেষণার পাশাপাশি নিয়মিত কলাম লিখছেন জাতীয় দৈনিকে। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে প্রমিত বাংলা ভাষা, ভাষা ও সংস্কৃতি। সম্পাদিত বই- কবিতার ভুবনে কবি ও কালজয়ী প্রিন্সিপাল ইবরাহিম খাঁ
Comments