কর্মস্থলে ২ বছর পূর্ণ করা ৪৭ ইউএনও বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল ইসি।

এর পরিপ্রেক্ষিতে প্রথম ধাপের এই বদলির আদেশে আজ সোমবার সম্মতি দিয়েছে ইসি।

৩৩ ও ৩৪ বিসিএসে নিয়োগপ্রাপ্ত এই ৪৭ ইউএনও তাদের বর্তমান কর্মস্থলে দুই বছর মেয়াদ পূরণ করেছেন বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে। 

প্রথম ধাপে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি সদর, রাজস্থলী, বান্দরবানের লামা, খাগড়াছড়ি সদর, পানছড়ি, কক্সবাজারের পেকুয়া, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের হাইমচরের ইউএনও বদলি হচ্ছেন।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সদর, ভৈরব, পাকুন্দিয়া, নারায়ণগঞ্জের বন্দর, গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর, গোপালগঞ্জের কোটালিপাড়া, ঢাকার সাভার, ধামরাই, নরসিংদীর রায়পুরা, টাঙ্গাইলের মধুপুর ও ফরিদপুরের ভাঙ্গার ইউএনও বদলি হচ্ছেন।   

বরিশাল বিভাগের বরিশাল সদর ও পিরোজপুরের নেছারাবাদের ইউএনও বদলি হচ্ছেন।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা সদর, কুষ্টিয়ার কুমারখালী, সাতক্ষীরা সদর ও যশোরের ঝিকরগাছার ইউএনও বদলি হচ্ছেন।

ময়মনসিংহ বিভাগের বদলি হচ্ছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, নেত্রকোণার মোহনগঞ্জ, আটপাড়া ও জামালপুর সদর উপজেলার ইউএনও।

সিলেট বিভাগে বদলি হচ্ছেন হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট, সিলেটের ওসমানীনগর, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও সুনামগঞ্জের জগন্নাথপুরের ইউএনও।

রাজশাহী বিভাগের নওগাঁর বদলগাছী, সাপাহার, জয়পুরহাট সদর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, পাবনার ভাঙ্গুড়া ও সাঁথিয়ার ইউএনও।

রংপুর বিভাগের কুড়িগ্রাম সদর ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ইউএনওর বদলি হচ্ছে প্রথম ধাপে।

ইউএনওদের একই বিভাগীয় কমিশনারের অধীনে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

  

 
 

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

15m ago