‘ভারতীয় দলের শক্তির কথা মাথায় রাখা উচিত বাংলাদেশের’
গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে মোহাম্মদ শামি। ভারতের গতিময় এই পেস তারকা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারছেন না। তবে তিনি না থাকলেও ভারত যে দারুণ শক্তিশালীই আছে তা মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে জিতে এলেও ভারতে তেমনটা হবে না বলে ইঙ্গিত করেছেন ডানহাতি পেসার।
দুই টেস্টের সিরিজ খেলতে আজ দুপুরে চেন্নাইতে গেছে বাংলাদেশ দল। ৬৪ টেস্টে ২২৯ উইকেট নেওয়া শামির মতে ভারতই পরিষ্কার ফেভারিট, 'বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় ভালো কথা। কিন্তু আমরা ঘরের মাঠে খেলব। বাংলাদেশের উচিত আমাদের পরিসংখ্যান, বর্তমান ফর্ম এবং ভারতীয় দলের শক্তির কথা মাথায় রাখা।'
১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট কানপুরে। শামি না থাকলেও এই সিরিজে ভারতের পেস আক্রমণে আছেন জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজের মতন বোলাররা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে লম্বা ক্রিকেট মৌসুম শুরু করতে যাচ্ছে ভারত। এই সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্ট খেলবে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বেশ আগে থেকেই আলোচনাটা বেশি। সেই সিরিজে ফিরতে পারেন শামি নিজেও।
অজিদের বিপক্ষে গত দুই সিরিজ জেতা ভারত টানা তিন সিরিজ জিতবে বলে বিশ্বাস করেন শামি, 'আমি বিশ্বাস করি ভারত সিরিজ জেতার জন্য ফেভারিট। অস্ট্রেলিয়ায় গত সিরিজ আমরা তরুণ দল নিয়ে খেলেছি, অনেক সিনিয়র খেলোয়াড় ছিলো না। তাও আমরা প্রমাণ করেছি আমরাই সেরা। আমি আশা করছি পরের সিরিজ খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ হবে। এবং ভারতই শেষ পর্যন্ত জিতবে।'
Comments