মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারে যা বললেন শান্ত

ছবি: বিসিবি

অভিজ্ঞতার বিবেচনায় ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ বিশ্বকাপে ভীষণ হতাশ করা এই ব্যাটারের এই সংস্করণ থেকে অবসরে যাওয়া নিয়ে এবার উঠেছে গুঞ্জন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিসিবি ও নির্বাচকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মাহমুদউল্লাহ।

গত জুনে যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ ছিলেন পুরোপুরি ব্যর্থ। অনেক নাটকের পর বিশ্বকাপে সুযোগ পেয়ে সাত ম্যাচে মাত্র ১৫.৮৩ গড়ে করেন ৯৫ রান। ফিনিশার হিসেবে খেললেও তার স্ট্রাইক রেটের দশা ছিল একদমই বেহাল (৯৪.০৫)। বিশেষ করে, আফগানিস্তানের বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া ম্যাচে তার ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। দ্রুত রান আনার পরিস্থিতিতে নেমে টানা পাঁচ ডট খেলে আউট হন ৯ বলে ৬ করে।

তখন ৩৮ পেরিয়ে যাওয়া মাহমুদউল্লাহর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু ওই নাজুক পারফরম্যান্সের পরও তিনি আছেন ভারত সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। শুক্রবার সংবাদ সম্মেলনে এই দল নিয়ে নিজের ভাবনা জানান শান্ত, 'এ সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে, আমাদের খেলোয়াড়রা সবাই অন্য এক এপ্রোচে খেলছে। সবাই জেতার জন্যই খেলবে। আমার কাছে মনে হয়, এখানে যে খেলোয়াড়রা আছে, এর বাইরে আরও ৪-৫ জন যোগ হবে। এরাই হয়তো সামনে ২০২৬ বিশ্বকাপে খেলবে। তো আমার মনে হয়, এ সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রস্তুতিটা শুরু হবে।'

তাহলে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ভাবনায় আছেন মাহমুদউল্লাহ? তার সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা-কল্পনাও তো চলছে। বাংলাদেশ অধিনায়ক শান্ত এই প্রসঙ্গে বলেন, 'রিয়াদ ভাইয়ের ব্যাপারটা... অবশ্যই, আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। তো এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।'

সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহর অবসরে যাওয়ার ব্যাপারে আর কথা বাড়াতে চাননি শান্ত, 'এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি। কিন্তু হয়তো সামনের দিকে হবে কিনা...। এখন এই আলোচনায় যেতেও চাই না। কারণ, সিরিজ শুরু হচ্ছে।'

মাহমুদউল্লাহর বিকল্প হিসেবে শামীম পাটোয়ারির নাম এলে বাঁহাতি ব্যাটার শান্ত বলেন, 'কার সঙ্গে কার তুলনা করছেন! জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু অনেক ম্যাচ জয়ের পেছনে তার অনেক অবদান আছে। শামীম তরুণ ও খুবই ভালো করছে। খুবই ভালো ব্যাটিং করছে। কিন্তু আমি এ জায়গায় তুলনায় এখনই যেতে চাই না।'

আগামী রোববার গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবে ৩০ হাজার ধারণক্ষমতা বিশিষ্ট স্টেডিয়ামটির। পরের দুটি ম্যাচ হবে ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে।

Comments

The Daily Star  | English

What if the US election ends in a Trump-Harris tie?

While not highly likely, such an outcome remains possible, tormenting Americans already perched painfully on the edge of their seats ahead of the November 5 election

1h ago