১৯ সেপ্টেম্বর হইচই-চরকিতে আসছে তুফান

প্রেক্ষাগৃহে তুফান উপভোগ করছেন শাকিব খান-নাবিলা। ছবি: সংগৃহীত
প্রেক্ষাগৃহে তুফান উপভোগ করছেন শাকিব খান-নাবিলা। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত সিনেমা 'তুফান' প্রেক্ষাগৃহ জয় করে হইচই আর চরকি ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আসছে আগামী ১৯ সেপ্টেম্বর। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকরা রায়হান রাফী নির্মিত সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন ।

ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় 'তুফান'।

দেশের বাইরেও সিনেমাটি ব্যবসাসফল। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া ও ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'তুফান'।

শাকিব খান। ছবি: সংগৃহীত
শাকিব খান। ছবি: সংগৃহীত

প্রায় সব জায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।

আদনান আদিব খান ও রায়হান রাফীর গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে 'তুফান' সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago