একসঙ্গে হইচই ও চরকিতে শাকিব খানের ‘তুফান’

ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচিত। প্রেক্ষাগৃহের পর এবার সিনেমাটি একসঙ্গে আসছে দুই ওটিটি প্ল্যাটফর্মে। শিগগির সিনেমাটি দেখা যাবে হইচই ও চরকিতে।

'তুফান' সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে পর্দায় আছেন মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

আরও আছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেবসহ অনেকেই।

চলতি বছর ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'তুফান'। ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

23m ago