ঈদের ৫ সিনেমার কোনটি কত হলে

ছবি: সংগৃহীত

বর্তমানে ঢাকাই সিনেমা ঈদকেন্দ্রিক হয়ে গেছে। দুই ঈদে সিনেমা মুক্তি নিয়ে একটা প্রতিযোগিতা থাকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সর্বমোট পাঁচটি সিনেমা।

এগুলো হচ্ছে 'তুফান', 'ময়ূরাক্ষী', 'রিভেঞ্জ', 'ডার্ক ওয়ার্ল্ড' ও 'আগন্তুক'। আসুন কোন সিনেমা কয়টি হলে মুক্তি পেলো তা জেনে নেয়া যাক।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক ১২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা 'তুফান'।

তুফান

তুফান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
তুফান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার অন্যতম সিনেমা 'তুফান'। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রথম থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ৷ যার প্রধান কারণ শাকিব খান। 'তুফান' সিনেমায় শাকিবের প্রথম লুক পোস্টার প্রকাশের পরই ভক্তরা নড়েচড়ে বসেছিলেন।

শাকিব খান ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু। অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন।

রিভেঞ্জ

রিভেঞ্জ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
রিভেঞ্জ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শবনম  বুবলি ও রোশান অভিনীত 'রিভেঞ্জ' সিনেমাটি দেশের ১৫টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। এমডি ইকবাল পরিচালিত এই  সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে।

ময়ূরাক্ষী

ময়ুরাক্ষী সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
ময়ুরাক্ষী সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

রাশিদ পলাশ পরিচালিত 'ময়ূরাক্ষী' সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ। সিনেমাটি  দুইটি  প্রেক্ষাগৃহে  মুক্তি পেয়েছে। রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে দেখা যাচ্ছে ছবিটি।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি, নাদিম ভুঁইয়া।

আগন্তুক

আগন্তুক সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
আগন্তুক সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

পূজা চেরি অভিনীত 'আগন্তুক' সিনেমাটি মোট  ৫টি হলে মুক্তি পেয়েছে। সুমন ধর পরিচালিত সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সেই দেখা যাবে। পূজা চেরি ও শ্যামল মাওলা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী, শাহেদ আলী সুজন। এর ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

ডার্ক ওয়ার্ল্ড

ডার্ক ওয়ার্ল্ড সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
ডার্ক ওয়ার্ল্ড সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের ১২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড়দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ অনেকেই।

 

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

4h ago