নায়ক রুবেলের ওয়েব সিরিজে অভিষেক, পূজা চেরির ফেরা

ছবি: স্টার

রায়হান রাফী পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'তে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। এর আগে এই পরিচালকের সিনেমায় অভিনয় করলেও প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। আর এই সিরিজ দিয়ে প্রথমবার কোনো ওয়েবে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল।

চিত্রনায়ক রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করছি। এখানে কিছুদিন থাকতে চাই। আশাকরি এখানে সুনামের সঙ্গে কাজ করতে পারব। অনেক হিট সিনেমা যেমন দিয়েছি, এখানেও সেটা দিতে পারব। রাফী এই সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক। আশা করছি দারুণ একটা কিছু নির্মাণ করবেন। ভালো ভালো কিছু কাজ উপহার দিয়ে থাকতে চাই।'

চিত্রনায়িকা পূজা চেরি ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন পর পরিচালক রাফীর কাজের মাধ্যমে ফিরছি। একটু ভয় পাচ্ছি কী হয়! তার পরিচালিত হিট সিনেমা "পোড়ামন-২" এ অভিনয় করেছি। এবার তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে প্রথম অভিনয় করব। সেই কারণে এই ভয়টা পাচ্ছি। চিত্রনায়ক রুবেলসহ অনেকের সঙ্গে প্রথম অভিনয় করব। আশা করছি এটি দর্শকদের কাছে প্রশংসিত হবে।'

পূজা চেরি। ছবি: সংগৃহীত

পরিচালক রায়হান রাফী বলেন, 'এই ওয়েব সিরিজে একইসঙ্গে ড্রামা, অ্যাকশন ও কমেডি থাকবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখবে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আমার কোনো প্রজেক্টে ফিরছে পূজা চেরি। আমার জন্য তিনি লাকি একজন নায়িকা। তার কারণ আমার প্রথম হিট সিনেমা "পোড়ামন-২" এর নায়িকা তিনি ছিলেন। আর রুবেল এই সিরিজ দিয়ে প্রথম অভিনয় করছেন। আমি সবসময় চেষ্টা করি যারা এক সময় জনপ্রিয় ছিলেন, কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন, তাদের নিতে। রুবেলকে সেই কারণে এই প্রজেক্টে যুক্ত করেছি। আশা করছি নতুন কিছু পাবে দর্শক।'

রুবেল। ছবি: সংগৃহীত

আজ শনিবার বিকেলে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর নতুন থ্রিলার ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'র সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু (বঙ্গ), পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরি, সালাউদ্দিন লাভলু, মীর নওফেল জিসানসহ অনেকেই।

'ব্ল্যাক মানি' ওয়েব সিরিজর গল্পে দেখা যাবে, এক হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় একটা শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। কিন্তু এতকিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে? উত্তর জানা যাবে ওয়েব সিরিজটি মুক্তির পর।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

7h ago