সেরা অলরাউন্ডার হতে লম্বা সময় ভালো খেলার তাগিদ দেখেন মিরাজ

Mehidy Hasan Miraz
মেহেদী হাসান মিরাজ। ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসান আছেন ক্যারিয়ারের গোধূলি বেলায়। আর খুব বেশি দিন ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের সার্ভিস পাবে না বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ দেখাচ্ছেন আশা। তার সূর্য যেন মধ্যগগনে। ব্যাটে-বলে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে সাকিবের ছায়া থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছেন তিনি। তবে মিরাজ নিজে মনে করেন সাকিবের মতন প্রকৃত অলরাউন্ডার হতে হলে তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মিরাজ। বোলিংয়ে দুই টেস্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি দুই টেস্টেই দুই ইনিংস ব্যাট করে করেন ৭৭ ও ৭৮ রান। ওয়ানডে সংস্করণেও নিয়মিত দলের হয়ে ব্যাটে-বলে অবদান রাখতে দেখা যাচ্ছে মিরাজকে।

সেই ২০০৯ সাল থেকে টানা কয়েক বছর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। সব সংস্করণেই ছিলো তার দাপট। মিরাজের এখনো সেই পথে যাওয়া অনেকটা দূরের পথ। তবে আভাস তিনি দিচ্ছেন।

ভারত সফর সামনে রেখে সোমবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে অফ স্পিনিং অলরাউন্ডার জানালেন লম্বা সময় ভালো খেলতে পারলেই কেবল চূড়ায় যাওয়া সম্ভব,  'একটা দলে যদি দুইটা অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিং ভালো হচ্ছে। শুরুতে আমার ব্যাটিং এতটা ভালো ছিলো না, দল এতটা পায়নি আমি বোলার হিসেবেই খেলেছি। যেহেতু এখন আমি নিজে অবদান রাখতে পারছি ভালো লাগছে। অবশ্যই অনুশীলন করতে হবে। এটা এক দুই দিনে সম্ভব না (বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়া)। লম্বা সময় ভালো খেলতে হবে। যদি আমি লম্বা সময় যদি ধরে রাখতে পারি তাহলে অলরাউন্ডার (সেরা) হতে পারব।'

মিরাজ জানালেন সাকিব অবসর নিলে তখন তার দায়িত্ব ও ভূমিকার জায়গা আরো প্রসারিত হবে,  'একটা দলে যদি অলরাউন্ডার থাকে আগেও বলেছি দলের জন্য বাড়তি সুবিধা। যেহেতু সাকিব ভাই আর আমি দুজনেই খেলছি। আমরা দুজনেই ব্যাটিং, বোলিং করছে...। বিশ্ব ক্রিকেটে এক সময় খেলাটা ছাড়তে হয়। প্রত্যেকটা দলেই কিন্তু এরকম বিকল্প তৈরি হয়। সাকিব ভাই যখন থাকবে না তখন আমার ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।'

বোলিং মিরাজের সব সময় শক্তির জায়গা। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে উন্নতি করায় তাকে নিয়ে এত মাতামাতি। গত ২ বছরে টেস্টে ৮ নম্বরে নেমে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। তবে মিরাজের ইচ্ছা আট নয়, আরও উপরে খেলা ও বড় ব্যাটার হওয়া,  'আট নম্বর ব্যাটার হতে চাই না। আট নম্বরে ব্যাট করা অনেক চাপ। পরিস্থিতি এমন থাকে দল অনেক ভালো খেলেছে তখন আমাকে নামতে হয়। আবার সবাই ব্যর্থ হলে আমাকে নামতে। আট নম্বরের সেরা হতে চাই না। উপরের দিকের সেরা হতে চাই।'

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

27m ago