‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন’, জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে মিরাজ

Mehidy Hasan Miraz
মোহামেডানের জয়ে ৬৭ রানের ইনিংস খেলেন মিরাজ। ছবি: ফিরোজ আহমেদ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে চলছে সাফল্য খরা। একের পর এক বৈশ্বিক আসরে ব্যর্থতার জেরে দেশের ক্রিকেটে দুর্দিন। তবে এই অবস্থায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে কদিন পরই শুরু হবে টেস্ট সিরিজ, ঘরের মাঠে বড় জয়েরই প্রত্যাশা থাকবে সেখানে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষেও কাজটা খুব সহজ বলে মনে করেন না মেহেদী হাসান মিরাজ।

চলতি মাসে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট, ২৮ এপ্রিল চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ সামনে রেখে এখনো শুরু হয়নি জাতীয় দলের ক্যাম্প। ক্রিকেটাররা ব্যস্ত আছেন ঢাকা প্রিমিয়ার লিগে।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন মিরাজ। ১৭৫ রান তাড়ায় ৬৪ রানে ৪ উইকেট পড়ার পরিস্থিতি থেকে দলকে টেনে ৫৫ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন মিরাজ।

এরপর হাজির হন গণমাধ্যমে। সেখানে অবধারিতভাবেই আসে জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। তাতে মিরাজের মত,  'আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।'

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হলেও ক্রিকেটাররা ব্যস্ত আছেন ৫০ ওভারের ক্রিকেটে। তবে এতে কোন সমস্যা দেখেন না মিরাজ। দিন দশেকের অনুশীলনে তৈরি হয়ে যাওয়ার প্রত্যাশা তার,  'আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলছি, অনেক দিন ধরে ডিপিএলের ভেতর আছি। টি–টোয়েন্টিও (খেলছি) না যে গিয়েই মারতে হবে। টেস্টের আগে হয়তো ১০ দিন সময় পাব। ১০ দিনের ভেতর প্রস্তুতি নিতে পারব।'

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পিএসএলের কারণে খেলছেন না অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। দলে অভিজ্ঞতার ঘাটতি না দেখলেও সব সংস্করণেই নতুনদের পারফর্ম করার প্রয়োজনটা বেশি দেখছেন তিনি,  'নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।'

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

50m ago