বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বন্ধ করছে না: গভর্নর

গভর্নর বলেন, ‘আমরা কোনো শিল্পে প্রভাব ফেলছি না। প্রতিটি শিল্পকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এখানে কোনো হস্তক্ষেপ নেই, অর্থ আটকানো হচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংক, আহসান এইচ মনসুর, দ্য ডেইলি স্টার, মাহফুজ আনাম,
বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ ও ভবিষ্যতের উপায় নিয়ে দ্য ডেইলি স্টার ভবনে গোলটেবিল আলোচনা। ছবি: স্টার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দলমত নির্বিশেষে কোনো কোম্পানি বা ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবসায়িক অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ বা বন্ধ করছে না।

বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ ও ভবিষ্যতের উপায় নিয়ে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন গভর্নর। 

আজ সোমবার দ্য ডেইলি স্টার ভবনে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

গভর্নর বলেন, 'অর্থনৈতিক কর্মকাণ্ড সহজতর করতে ও চাকরি রক্ষার জন্য প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হচ্ছে।' 

তিনি আরও বলেন, 'আমরা কোনো শিল্পে প্রভাব ফেলছি না। প্রতিটি শিল্পকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এখানে কোনো হস্তক্ষেপ নেই, অর্থ আটকানো হচ্ছে না।'

'অ্যাকাউন্ট জব্দ করে কারো উপকার হয় না।'

আলোচনায় এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, 'চট্টগ্রাম, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা- এই পাঁচটি শিল্পাঞ্চলের শিল্পের নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে।'

গাজী টায়ার্স লিমিটেড ও অন্যান্য শিল্প কারখানায় অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, 'এগুলো জাতীয় সম্পদ।'

তিনি বলেন, সরকার এসব পরিস্থিতি জরুরিভিত্তিতে মোকাবিলায় সাড়া দিচ্ছে না।

গাজী গ্রুপের টায়ার কারখানায় হামলার ঘটনায় উদ্বেগের জবাবে আহসান এইচ মনসুর বলেন, গাজীর টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। আমাদের উচিত ছিল এগুলো রক্ষা করা।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, 'শিল্প সচল রাখতে হবে। শিল্পের মধ্যে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English
S Alam's bank balances in Bangladesh

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The Financial Intelligence Unit (FIU) of Singapore has requested details about the Chattogram-based conglomerate S Alam Group and its owners, including information on their domestic and foreign assets, from Bangladesh’s Financial Intelligence Unit (BFIU)

12m ago