কাশিমপুর কারাগারে মারামারিতে বন্দির মৃত্যু

কাশিমপুর কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুর কাশিমপুর কারাগারে দুই বন্দির মারামারিতে একজন মারা গেছেন।

আজ বুধবার সকালে কারাগারের মানসিক ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারামারিতে আহত কারাবন্দি হান্নান মিয়াকে (৪১) কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. আব্দুর রহিম জানান, সকাল ৯টার দিকে কারাগারের মানসিক ওয়ার্ডে দুই বন্দি মারামারি করে। এতে হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হান্নান কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Comments

The Daily Star  | English

What rights will it ensure?

The Constitution Reform Commission, led by Prof Ali Riaz, has recommended expanding fundamental rights, including making the right to education an enforceable constitutional provision.

8h ago