গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। পরে আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার বিকেল ৩টায় গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষ আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
'আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। মালিক পক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করছে,' বলেন তিনি।
আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের দাবি, কারখানায় পুরাতনদের বেতন বৃদ্ধি করা হলে নতুনদের বেতন বাড়াতে হবে। এ দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে তারা আশপাশের ১৫ কারখানার সামনে বিক্ষোভ করেন। ওই কারখানাগুলোর কর্তৃপক্ষ তাদের কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
তারা আরও জানান, আগে যারা চাকরি নিয়েছেন তারাও শ্রমিক, আমাদের যাদের ৭-৮ হয়ে মাস হয়েছে তারাওতো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করা হলে আমাদেরও করতে হবে।
এ বিষয়ে কথা বলতে আইরিশ ফ্যাশন লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আশপাশের ছুটি ঘোষিত ১৫ কারখানার নাম জানাতে পারেনি শিল্প পুলিশ।
Comments