ডেপুটি গভর্নর বাছাইয়ে সার্চ কমিটি গঠন

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বাছাইয়ে সাবেক সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেছে সরকার।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই কমিটির অন্য দুই সদস্য হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নজরুল হুদা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস।

এদিকে আজ ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মোহাম্মদ খুরশীদ আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করনে। তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর সরকার এ উদ্যোগ নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আরও দুই শীর্ষ কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও ব্যাংকিং পলিসি অ্যাডভাইজার আবু ফরাহ মোহাম্মদ।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago