উচ্চাভিলাসী কিছু কর্মকর্তার কারণে আন্দোলনে হতাহত হয়েছে: আইজিপি

আইজিপি মো. ময়নুল ইসলাম
আইজিপি মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

সব পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন।

আজ বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, 'বিরাজমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি।'

আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, 'দেশের প্রয়োজনে যেকোনো সংকটময় মূহূর্তে পুলিশ সবসময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি।'

পুলিশপ্রধান হিসেবে দুঃখ প্রকাশ করে আইজিপি মো. ময়নুল বলেন, 'আমরা এখন থেকে আইনি উপায়ে সব দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট আছি।'

তিনি আরও বলেন, 'আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘন করা ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন।'

এ অবস্থায় তিনি সব পুলিশ সদস্যদের নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

আইজিপি বলেন, 'আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব।'

তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএনস, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন ও বিশেষায়িত সব পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা নিজ এলাকার জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আইজিপি। 

তিনি বলেন, 'জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি ওই কমিটি থানা ও থানা এলাকার নিরাপত্তা বিধানে আপৎকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে।'

'আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্স নিজ নিজ পুলিশ লাইনসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে,' যোগ করেন আইজিপি।

শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি পুলিশের সব সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত, সমিতি, ব্যাচ, অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোন দাবি, মন্তব্য, প্রতিউত্তর দিতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। 

আইজিপি ময়নুল বলেন, 'বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি এবং সে লক্ষ্য পূরণে সবাই মিলে কাজ করছি।'

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago