শহিদুর রহমান র‍্যাবের নতুন মহাপরিচালক, মাইনুল হাসান ডিএমপির নতুন কমিশনার

এ কে এম শহিদুর রহমান ও মো. মাইনুল হাসান। ছবি: সংগৃহীত

এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাইনুল হাসান।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে মো. হারুন-অর-রশিদকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে মো. ময়নুল ইসলামকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Comments