সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার

এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।
শহিদুল হক ও আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার রাতে ঢাকা থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঢাকা থেকে সাবেক দুই পুলিশ প্রধানকে গ্রেপ্তার করেছি। তারা এখন আমাদের হেফাজতে রয়েছেন।'

তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তারা বৈঠক করবেন এবং পরে একটি মামলায় গ্রেপ্তার দেখাবেন।

এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।

এই দুজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হওয়া কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের সূচনা হলো।

সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ কে এম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

1h ago