কুমিল্লা

শিক্ষার্থীদের ওপর আ. লীগ-যুবলীগের গুলিতে আহত ৭

কুমিল্লায় গুলি
কুমিল্লা শহরের পুলিশ লাইনস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর দৃশ্য। ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরের পুলিশ লাইনস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গুলি চালালে অন্তত সাত জন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক ডা. ফজলে রাব্বী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছররা গুলিতে আহত সাত জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন।'

সরেজমিনে দেখা যায়, দুপুর পৌনে ১টার দিকে নগরীর পুলিশ লাইনসে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে।

শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের গুলি করে। সেসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেলও নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এর আগে, সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত বিক্ষোভ-মিছিল শুরু হয়। তারা প্রথমে পূবালী চত্বরে অবস্থান নেন। তাদের একটি অংশ কুমিল্লা পুলিশ লাইনসেও অবস্থান করেন।

বিক্ষোভ মিছিলে কুমিল্লার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকরাও অংশগ্রহণ নেন।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago