আরও ৩ দিনের রিমান্ডে পলক

জুনাইদ আহ্‌মেদ পলক। ফাইল ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় যুবদল নেতা মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ নিয়ে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা বিভিন্ন মামলায় ৫০ দিনের রিমান্ড মঞ্জুর হলো পলকের। আটকের পর তাকে এ পর্যন্ত ৪৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম সেফাত উল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলককে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আসামিপক্ষ তার মক্কেল বিভিন্ন রোগে ভুগছেন উল্লেখ করে রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। তবে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।উল্লেখ্য, গত ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় চাঁনখারপুল এলাকায় মুন্সীগঞ্জের যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় শাহবাগ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে যুবদল নেতা শামীম মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম আসামিকে একই আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই রিমান্ড আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago